ঢাকা টু সিলেট: উড়োজাহাজ থেকে দেখা

প্রায় আধঘণ্টা। উড়োজাহাজে ঢাকা থেকে সিলেট যেতে এতটুকুই সময় লাগে। তবে এই অল্প কিছুক্ষণে চোখ মেলে তাকালে দেখা যায় নয়নাভিরাম অনেক দৃশ্য। এ যেন পাখির চোখে দেখা!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে একবার সিলেটে গিয়েছিলাম। ওই যাত্রার সময় ক্যামেরার লেন্সে তুলে রেখেছি কিছু মুহূর্ত। সেগুলো থেকে নির্বাচিত ১০টি ছবি।
SAZ_0340* ডানা মেলছি আকাশে!
SAZ_0331* সবুজের চারপাশে নগরায়ণ।
SAZ_0304* পাখির চোখে শহর যেমন লাগে!


SAZ_0247* মেঘ বলেছে যাবো যাবো...।
SAZ_0148* মনে পড়ে গেলো শৈশবে পড়া রবিঠাকুরের কবিতা ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’।
SAZ_0296* আকাশ থেকে একটুকরো নগর!


SAZ_0318* শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাসের মতো!
SAZ_0333* গ্রামীণ আবহের সঙ্গে নগরায়ণের ছোঁয়া। 
SAZ_0130* ও আমার দেশের মাটি...।
SAZ_0119* রানওয়ে স্পর্শের আগে।