ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের কারণে ১৮০০ ফ্লাইট বাতিল

http_%2F%2Fcdn.cnn.com%2Fcnnnext%2Fdam%2Fassets%2F180914105659-hurricane-florence-charleston-international-airport-0913-restrictedঘূর্ণিঝড় ফ্লোরেন্সের কারণে আমেরিকায় শত শত ফ্লাইট বাতিল হচ্ছে। এ কারণে অচল হয়ে পড়েছে অনেক বিমানবন্দর। এগুলোর কয়েকটির সব ধরনের কাজ স্থগিত রয়েছে। ফ্লাইটঅ্যাওয়ের ডটকম জানিয়েছে, শুক্র ও শনিবারের ১২০০ শিডিউল ফ্লাইট ও বৃহস্পতিবারের ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

ঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলের অনেক বিমানবন্দরের অপারেশন স্থগিত করা হয়েছে। এর মধ্যে গত ১২ সেপ্টেম্বর থমকে যায় উইলমিংটন আন্তর্জাতিক বিমানবন্দর। চার্লসনটন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল ওইদিন। এছাড়া নর্থ ক্যারোলাইনার নিউ বার্ন, ফেইটভিল, জ্যাকসনভিল ও সাউথ ক্যারোলাইনার মিরটেল বিচের কাছের বিমানবন্দরগুলোতে একই চিত্র। চার্লোট ডগলাস বিমানবন্দর ও র‌্যালেই-ডারহ্যাম আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ৪৫০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীরা বিনামূল্যে পরে যাতায়াত করতে পারবেন। এ ব্যাপারে আমেরিকার এয়ারলাইন্স, ডেল্টা এয়ার লাইন্স, সাউথওয়েস্ট এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, আলাস্কা এয়ারলাইন্স, জেটব্লু এয়ারওয়েজ ও স্পিরিট এয়ারলাইন্স অনলাইনে সার্বক্ষণিক সব ধরনের তথ্য জানাচ্ছে।

http_%2F%2Fcdn.cnn.com%2Fcnnnext%2Fdam%2Fassets%2F180913111431-hurricane-florence-myrtle-beachঅ্যামট্রেক ডটকম জানিয়েছে, বিপজ্জনক এই ঝড়ের কারণে রেলের সময়সূচিতে বড়সড় পরিবর্তন এসেছে। এছাড়া ক্রুজক্রিটিক ডটকম জানায়, সামুদ্রিক যাত্রায়ও ব্যাঘাত ঘটেছে ফ্লোরেন্সের কারণে। আশা করা হচ্ছে, রবিবার থেকে ক্যারোলাইনাসের বিমানবন্দর, রেল ও সমুদ্রপথ স্বাভাবিক হবে।

এদিকে আমেরিকার উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনারকে সাউথ ক্যারোলাইনার নর্থ চার্লসটন কারখানা থেকে নিরাপদে সরিয়ে নিয়েছে।

সূত্র: সিএনএন