ক্যাথে প্যাসিফিকের বিমানে ভুল বানান!

ভুল বানান উল্লেখ করা ক্যাথে প্যাসিফিকের উড়োজাহাজহংকংভিত্তিক এয়ারলাইন ক্যাথে প্যাসিফিক বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের কাছে পরিচিত। কিন্তু ‘ক্যাথে প্যাসিক’ নামের কোনও আকাশসেবা প্রতিষ্ঠানের কথা কখনও শুনেছেন? সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি উড়োজাহাজের ছবি এসেছে। এটি মূলত বানান ভুল। এ নিয়ে এখন অনলাইনে চলছে হাসাহাসি!

ক্যাথে প্যাসিফিকের একটি উড়োজাহাজের একপাশে প্রতিষ্ঠানটির নামাঙ্কনের সময় ভুলে ইংরেজি ‘এফ’ শব্দটি দেওয়া হয়নি। এ কারণে এটি হয়ে গেছে ‘ক্যাথে প্যাসিক’! ক্যাথে প্যাসিফিকের টুইটার অ্যাকাউন্টে এই ভুলের কথা জানানো হয়েছে। নাম সংশোধনের জন্য ইতোমধ্যে উড়োজাহাজটি পেইন্ট শপে ফেরত পাঠিয়েছে তারা।
ভুলটা অবশ্য ক্যাথে প্যাসিফিক কর্তৃপক্ষ ধরতে পারেনি। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে তীক্ষ্ণদৃষ্টির কয়েকজন ভ্রমণকারীর চোখে এটি ধরা পড়ে।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের জিয়ামেন থেকে রওনা দিয়ে সারা রাত পর গত বুধবার ভোরে হংকংয়ে অবতরণ করে এই বিমান। এরপর এর গায়ে ‘ক্যাথে প্যাসিক’ লেখা দেখে এয়ারলাইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন যাত্রীরা। হংকং এভিয়েশন ডিসকাশন বোর্ডের ফেসবুক গ্রুপের মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়েছে।

টুইটারে ক্যাথে প্যাসিফিক কর্তৃপক্ষ রসিকতার সুরে উল্লেখ করেছে, ‘ওহো! এই বিশেষ লেখাটা বেশিক্ষণ টেকসই হলো না! তাকে সংশোধনের জন্য পাঠানো হয়েছে!’

তবে কী কারণে এমন রহস্যজনক ভুল হলো তা পরিষ্কার নয়। কেউ কেউ এটাকে সন্দেহজনক মনে করছেন। ক্যাথে প্যাসিফিকের অঙ্গপ্রতিষ্ঠান হায়েকোর একজন প্রকৌশলী সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, ‘এটা সত্যিকার অর্থেই ভুল হয়ে থাকলে অক্ষরগুলোর মাঝে ফাঁকা জায়গা থাকতো।’
এই এয়ারলাইন মনে করছে, এটি প্রকৃত অর্থেই ভুল। যদিও এভিয়েশন শিল্প সংশ্লিষ্টদের মন্তব্য, ভুলটা ব্যাখ্যাতীত।

সূত্র : বিবিসি