জিপি স্টার গ্রাহকদের জন্য বিমানের টিকিটে ছাড়

GP_Go_Jayanদেশের মোবাইল অপারেটর গ্রামীণফোনের স্টার গ্রাহকরা অনলাইনে বিমান টিকিট কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। আগামী ১ অক্টোবর থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। গোজায়ান ওয়েবসাইটের বেলায় শুধু এটি প্রযোজ্য।

জানা গেছে, আন্তর্জাতিক রুটের বিমানের টিকিট কিনলে মোট ২২ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। এক্ষেত্রে প্রতিবার টিকিট ক্রয়ে ছাড়ের পরিমাণ বাড়তে থাকবে।

জিপি স্টার গ্রাহকদের বিশেষ ছাড়ে অনলাইন টিকিট বুকিং সুবিধা দিতে গোজায়ানের সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন। গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি কার্যালয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোন লিমিটেডের হেড অব কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট এ.ই.এম. সাইদুর রহমান ও গোজায়ানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিদওয়ান হাফিজ। অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির অন্যান্য কর্মকর্তাও ছিলেন।

গোজায়ান হলো আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) নিবন্ধিত অনলাইন ট্রাভেল এজেন্সি। অনলাইনে গ্রাহকদের ওয়ান-স্টপ ট্রাভেল সল্যুশন প্রদান করে থাকে এটি। তাদের ওয়েবসাইটের ঠিকানা www.gozayaan.com/gpstar।