দীপাবলি ও থ্যাঙ্কসগিভিং উপলক্ষে এমিরেটসের টিকিটে ছাড়

The-Emirates-Boeing-777-300ER-2সংযুক্ত আরব আমিরাত থেকে অনেকেই থ্যাংকসগিভিং উদযাপনের জন্য যুক্তরাষ্ট্রে যান। এদিকে দীপাবলির আনন্দে শামিল হতে অনেকে মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে ভারতে ভ্রমণ করেন। এ দুটি উৎসব উপলক্ষে অনেকে ঘরে ফিরবেন কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করবেন।

তাই দীপাবলি ও থ্যাংকসগিভিংকে সামনে রেখে টিকিটের মূল্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে দুবাই ভিত্তিক আকাশসেবা সংস্থা এমিরেটস। রবিবার (১৪ অক্টোবর) তারা এ তথ্য জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভারতের মুম্বাই, দিল্লি, হায়দরাবাদ ও আহমেদাবাদ রুটে বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাসের টিকিটে ছাড় পাচ্ছেন যাত্রীরা। এছাড়া দীপাবলি উদযাপনের অংশ হিসেবে আগামী ৭ থেকে ১০ নভেম্বর যাত্রাপথে মতিচোর লাড্ডু ও আনজীর চক্কর (বিশেষ মিষ্টান্ন) পরিবেশন করবে এমিরেটস।

এক সমীক্ষায় দেখা গেছে, এ বছরের আগস্টে আকাশপথে দুবাই হয়ে ভারতে যাতায়াত করেছেন ১০ লাখ যাত্রী। তাই ভারতীয়দের অন্যতম বড় উৎসব দীপাবলিকে গুরুত্ব দিচ্ছে এমিরেটস কর্তৃপক্ষ। 

এদিকে থ্যাংকসগিভিং উপলক্ষে দুবাই থেকে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ডালাস রুটে বিশেষ ছাড়ে টিকিট কেনা যাচ্ছে। এসব গন্তব্যের যাত্রীরা আগামী ২২ থেকে ২৫ নভেম্বর এমিরেটসের বিমানে পাবেন বিশেষ মেন্যু।

থ্যাংকসগিভিং হলো ফসল পাওয়ার জন্য প্রকৃতির প্রতি ধন্যবাদজ্ঞাপনের উৎসব। আগামী বছরও যেন ভালো ফসল ঘরে আসে সেজন্য প্রার্থনা করা হয়। মূলত আমেরিকান ও কানাডিয়ানরা এই উৎসব ঘটা করে উদযাপন করেন। 

সূত্র: গালফ নিউজ