বিমান সংস্থাগুলোকে নিরাপত্তা সতর্কবার্তা পাঠাচ্ছে বোয়িং

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ আকাশযানআমেরিকান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং বিশ্বজুড়ে ২১৯টি ৭৩৭ ম্যাক্স আকাশযান সরবরাহ করেছে। এগুলোর পরিচালনাকারী বিমান সংস্থাগুলোকে নিরাপত্তা সতর্কতা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বোয়িং। গত সপ্তাহে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিধ্বস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হলো।

সতর্কবার্তায় ব্যাখ্যা করা হবে, ফ্লাইট পর্যবেক্ষণ সিস্টেমে বিপত্তি দেখা দেওয়ার মতো পরিস্থিতিতে পড়লে পাইলটের কী করা উচিত। লায়ন এয়ারের বিমান দুর্ঘটনার কারণ জানতে চলমান তদন্তে প্রাথমিকভাবে যা পাওয়া গেছে সেই অনুযায়ী বুলেটিন হিসেবে এই সতর্কতা দেওয়া হচ্ছে।

প্রতিকূল পরিস্থিতিতে পড়লেও পাইলটরা যেন তাদের কাজ করতে পারে বোয়িংয়ের বিমানগুলোতে তেমন নিরাপত্তা পদ্ধতি রয়েছে। যেমন, ম্যাক্স সিরিজের আকাশযান থেমে যেতে বাধ্য হলে স্বয়ংক্রিয়ভাবে ধীরে ধীরে নিচে নেমে যেতে থাকে।

জানা গেছে, ম্যাক্স সিরিজের আরও সাড়ে চার হাজার বিমান তৈরির অর্ডার আছে বোয়িংয়ের কাছে। বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা এগুলো কিনে নেবে।

সূত্র: এয়ারলাইনার ওয়াচ