রিজেন্ট এয়ারওয়েজের টিকিটে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট (ছবি: মীর রিদোয়ান সাঈদ)অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ছয়টি আন্তর্জাতিক রুটের টিকিটের মূল্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। শনিবার (১০ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বেসরকারি বিমান সংস্থাটি।

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া জানান, দেশ-বিদেশে বেড়ানো সাশ্রয়ী হওয়ায় প্রতি বছর তাদের এই আকর্ষণীয় অফারের অপেক্ষায় থাকে সবশ্রেণির মানুষ। এর মাধ্যমে গত ছয় বছরে বিপুলসংখ্যক ভ্রমণপিপাসু উপকৃত হয়েছেন। ২০১৩ সাল থেকে এ ধরনের বিশেষ অফার দিয়ে আসছে রিজেন্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে— ছাড়ের পর সব ট্যাক্সসহ ঢাকা থেকে কলকাতা যাওয়া-আসা ৯,৪৯৯ টাকা, ব্যাংকক ১৪,৯৯৯, সিঙ্গাপুর ১৮,৯৯৯, কুয়ালালামপুর ১৯,৯৯৯, মাসকাট ২৪,৪৯৯, দোহা ২৫,৯৯৯ টাকা ও অভ্যন্তরীণ রুট চট্টগ্রাম ৪,২৯৯, কক্সবাজার ৬,২৯৯, সৈয়দপুর ৪,২৯৯ ও যশোরে যাওয়া-আসার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,১৯৯ টাকা।

Regent-Airways--50-%-Discount এছাড়া চট্টগ্রাম থেকে কলকাতায় যাওয়া-আসা ৯,৪৯৯ টাকা, ব্যাংকক ১৭,৯৯৯, মাসকাট ২৪,৪৯৯, দোহা ২৫,৯৯৯ ও ঢাকায় যাওয়া-আসার জন্য প্রত্যেক যাত্রীকে গুনতে হবে ৪,২৯৯ টাকা।

দেশব্যাপী রিজেন্টের সেলস সেন্টার ও ট্রাভেল এজেন্ট থেকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সাশ্রয়ী মূল্যের টিকিট কেনা যাবে। এরপর যাত্রীরা ভ্রমণ করতে পারবেন ১১ নভেম্বর থেকে ২০১৯ সালের ২৬ অক্টোবর পর্যন্ত যেকোনও সময়ে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন কিস্তিতে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে টিকিট কিনতে পারবেন।