বেবিচকের গণশুনানিতে আকাশপথের যাত্রীরা অভিযোগ জানাবেন আজ

caaবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গণশুনানিতে বিমানবন্দর ও বিমানে যাত্রীসেবার মান নিয়ে নিজেদের অভিযোগ জানাতে যাবেন আকাশপথের যাত্রীরা। রবিবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে কুর্মিটোলায় বেবিচক সদর দফতরের এমটি পুলে এটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নিয়ে বিভিন্ন পরামর্শও দেওয়া যাবে।


যাত্রীসেবার মানোন্নয়ন নিশ্চিত করতে গণশুনানির আয়োজন করেছে বেবিচক। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান। 
আকাশপথে যাতায়াতের সময় বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর সেবার মান নিয়ে যাত্রীরা বিভিন্ন সময়ে অসন্তোষ প্রকাশ করে থাকেন। তাদের এসব অভিযোগ সরাসরি শুনতেই বেবিচকের এই গণশুনানি।