বিশ্ব সিভিল এভিয়েশন দিবস: সব দেশের সুরক্ষা চায় আইকাও

icao-logo-750x450প্রতি বছরের ৭ ডিসেম্বর বিশ্বব্যাপী পালন করা হয় আন্তর্জাতিক সিভিল এভিয়েশন দিবস। এ উপলক্ষে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার (আইকাও) সভাপতি ওলোমুয়িওয়া বেনার্ড আলিউ ও সাধারণ সম্পাদক ড. ফ্যাঙ লিউ। 

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘একটি দেশও যেন বাদ না পড়ে সেজন্য একসঙ্গে কাজ করবো।’ বিমান চলাচলে সব দেশের সুরক্ষা নিশ্চিতকরণের বার্তা দেওয়া হয়েছে এর মাধ্যমে।
আজ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি উদযাপন করা হয়েছে। তবে বাংলাদেশে ছিল না কোনও উদ্যোগ।
আইকাও জানিয়েছে, গত বছর ৩ কোটি ৭০ লাখ বাণিজ্যিক ফ্লাইটে ৫ কোটি ৬০ লাখ টন মালামাল আনা-নেওয়া করা হয়েছে। ২০১৭ সালে আকাশপথে যাতায়াত করেছেন ৪১০ কোটি যাত্রী। ফলে বিশ্বব্যাপী সাড়ে ৬ কোটি মানুষের কর্মসংস্থা তৈরি হয়েছে এভিয়েশনে।
ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মাঝামাঝির মধ্যে যাত্রী সংখ্যা ও বিমান পরিচালনা কার্যক্রম দ্বিগুণ হয়ে যাবে। তখন বিশ্বজুড়ে দিনে ২ লাখ ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করবে। বর্তমানে দিনে ১ লাখ ফ্লাইটে ১ কোটিরও বেশি যাত্রী আকাশপথে চলাচল করে। এই সংখ্যা আগামী ১৫ বছরে হয়ে যাবে দ্বিগুণ।
আইকাও হলো জাতিসংঘের বিশেষ সংস্থা। বিশ্বজুড়ে নিরাপদ ও সুনিয়ন্ত্রিত আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ১৯৪৪ সালে এটি গঠন করা হয়। ১৯২টি সদস্য রাষ্ট্রের সহযোগিতায় ফোরাম হিসেবে কাজ করে এই সংস্থা। আগামী বছর এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।