ব্যাটারিচালিত দ্রুতগতির এয়ার ট্যাক্সি উন্মোচন করলো বেল

Bell1546622793ব্যাটারিচালিত নতুন একটি এয়ার ট্যাক্সির আকৃতি উন্মোচন করলো ৮০ বছরের পুরনো মার্কিন আকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেল। এর নাম রাখা হয়েছে ‘বেল নেক্সাস’। এটি লম্বালম্বি উড্ডয়ন ও অবতরণ করবে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রযুক্তিগত উদ্ভাবনীর বৈশ্বিক আসর কনজ্যুমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস) বেলের নতুন এয়ার ট্যাক্সির প্রদর্শনী হয়েছে।

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই আকাশযান নির্মাণে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রাখা হয়েছে। বেল নেক্সাস দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছে দেবে। ফলে যাতায়াতের জন্য এটি বেছে নিলে সময় বাঁচবে।

বেলের সভাপতি ও সিইও মিচ স্নাইডার জানান, নতুন এয়ার ট্যাক্সির নকশা তৈরি করেছেন তারাই। অনন্য নকশার সুবাদে বিশ্বে বেল নেক্সাসের সফল বিস্তার ঘটবে বলে আশাবাদী তিনি।

সূত্র: বেল ফ্লাইট