চট্টগ্রামে ফের শুরু হলো ফ্লাইদুবাইয়ের ফ্লাইট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের বিমান (ছবি: ফাহিম রহমান)চট্টগ্রামে আবারও নিয়মিত ফ্লাইট সেবা চালু করলো ফ্লাইদুবাই। শনিবার (২০ জানুয়ারি) থেকে যাত্রীসেবায় ফিরেছে দুবাইভিত্তিক এই বিমান সংস্থা। ফ্লাইদুবাইয়ের বিমানে চড়ে চট্টগ্রাম-দুবাই-চট্টগ্রাম রুটে যাতায়াত করা যাচ্ছে। এখন থেকে প্রতিদিন চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইদুবাই।

বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা ২০ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ থেকে যাত্রা করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ৫ মিনিটে পৌঁছাবে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫৮৯ ফ্লাইট।

অন্যদিকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫৯০ ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ১১টা ৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ পৌঁছাবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৫ মিনিটে।

বাংলা ট্রিবিউনের আরব আমিরাত প্রতিনিধি জানিয়েছেন, চট্টগ্রামে ফের ফ্লাইদুবাইয়ের নিয়মিত ফ্লাইট চালু হওয়ায় প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। কারণ ফ্লাইদুবাই চট্টগ্রাম রুটে যাত্রা বন্ধ করে দেওয়ায় অন্য সংস্থাগুলো টিকিটের দাম বৃদ্ধি করে। তবে এখন তা শিথিল হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

দুবাই থেকে চট্টগ্রামে আসতে ইকোনমি শ্রেণির সর্বনিম্ন ভাড়া ১৫০০ এইডি (আরব আমিরাত দিরহাম) ও চট্টগ্রাম থেকে দুবাই যেতে ইকোনমি শ্রেণির সর্বনিম্ন ভাড়া ৪৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ফ্লাইদুবাইয়ের ওয়েবসাইট, দুবাইয়ের কাস্টমার সেন্টার, ফ্লাইদুবাইয়ের ট্রাভেল শপ অথবা ট্রাভেল পার্টনার থেকে ফ্লাইট বুকিং করা যাবে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের বিমান (ছবি: ফাহিম রহমান)চট্টগ্রামে ফ্লাইদুবাইয়ের ফের ফ্লাইট চালু প্রসঙ্গে এয়ারলাইনসটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমার্শিয়াল (ইউএই, জিসিসি, উপমহাদেশ ও আফ্রিকা) সুধীর শ্রীধরন বলেন, ‘চট্টগ্রামে ফ্লাইদুবাইয়ের কার্যক্রম পুনরায় চালু করতে পেরে আমরা আনন্দিত। বিমান সেবা পৌঁছায়নি এমন এলাকায় সেবা পৌঁছে দেওয়ার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি দৈনিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে দুবাই ও অন্যান্য এলাকা থেকে যাত্রীদের কাছে সরাসরি ও সুবিধাজনক ফ্লাইট সেবা দেওয়াও আমাদের লক্ষ্য।’

২০১১ সালের জানুয়ারিতে চট্টগ্রাম-দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট দিয়ে যাত্রী পরিবহন শুরু করে ফ্লাইদুবাই। গত বছরের ২৫ মার্চ ঢাকা থেকে ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেয় দু্বাইভিত্তিক এই বিমান সংস্থা। এরপর ১৪ জুন বিভিন্ন কারণ দেখিয়ে চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছিল তারা।

২০০৯ সালের জুন থেকে দুবাইয়ে যাত্রা শুরু করে ৯০টিরও বেশি গন্তব্যে নেটওয়ার্ক তৈরি করেছে ফ্লাইদুবাই। আফ্রিকা, সেন্ট্রাল এশিয়া, ককেশাস, মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপ, জিসিসি ও মধ্যপ্রাচ্য আর ভারতীয় উপমহাদেশের ৪৫টি দেশের ৮৫টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ফ্লাইদুবাই। এ পর্যন্ত ৬ কোটিরও বেশি যাত্রী পরিবহন করেছে বিমান সংস্থাটি।