উড়োজাহাজে যাত্রীদের যেসব জিনিস নেওয়া মানা

বিমান অর্থাৎ উড়োজাহাজে কাছে কিংবা দূরের যাত্রা শুরুর আগে বোর্ডিং পাস নেওয়ার সময় লাগেজ জমা দিতে হয়। এছাড়া প্রায় সবার হাতে আলাদা ব্যাগ কিংবা লাগেজ থাকে। তবে উড়োজাহাজের ভেতরে হাতে করে সব জিনিস নেওয়া যায় না। এক্ষেত্রে রয়েছে কিছু নিয়মকানুন, সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞা। আবার কিছু জিনিস নিতে হয় পরিমাণ মেনে। বিমানের ভেতরে কী কী জিনিস নেওয়া যায় আর কোন কোন বস্তু রাখার অনুমতি নেই, একঝলকে জেনে নিন।

Electronic devices* মোবাইল ফোন ও ট্যাবলেটসহ সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইসে অবশ্যই চার্জ থাকতে হবে। চার্জবিহীন ডিভাইস উড়োজাহাজের ভেতরে নেওয়ার ক্ষেত্রে বাধা আসতে পারে যেকোনও সময়। 

bigger than a phone* তুরস্ক ও মিসরের মতো কিছু দেশে মোবাইল ফোনের চেয়ে আকারে বড় ইলেক্ট্রনিক ডিভাইস রাখার অনুমতি দেওয়া হয় না।

Powders* যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ফ্লাইটগুলোতে মেকআপ পাউডারের পরিমাণ ৩৪০ গ্রামের কম থাকা চাই।

Liquids* তরল পদার্থ অবশ্যই ১০০ মিলিলিটারের কম হতে হবে।

Semi-liquid food* আধা তরল খাবার যেমন মধু, জেলি ও সিরাপ রাখার অনুমতি নেই হ্যান্ডলাগেজে।

Water bottle* বিমানের ভেতরে পানির বোতল শূন্য থাকলে সঙ্গে নেওয়ার অনুমতি মেলে।

Solid food* সতেজ খাবার ও স্ন্যাকস বিমানের কেবিনে নেওয়া যায়।

Frozen breast milk* ফ্রিজে রাখা হিমায়িত খাবার ও দুধ হ্যান্ডলাগেজে রাখা যায় না।

Breast milk* যাত্রীর সঙ্গে শিশু থাকলে ২০০০ মিলিলিটার দুধ সঙ্গে নেওয়া যায়।