শাহজালালে যাত্রীদের জন্য রেড চ্যানেল চালু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক আদায়ে গ্রিন চ্যানেলের পাশাপাশি রেড চ্যানেল চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে এর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। ডব্লিউসিও নীতিমালা অনুসরণে ওই গ্রিন ও রেড চ্যানেল চালু হলো।

রেড চ্যানেল প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান জানান, যেসব যাত্রীর কাছে কোনও শুল্ক-করযুক্ত পণ্য থাকবে না তারা ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিয়ে গ্রিন চ্যানেল ব্যবহার করতে পারবেন।

তবে কোনও যাত্রী যদি গ্রিন চ্যানেল অতিক্রম করেন ও তার কাছে নির্ধারিত ওজনের বেশি বা ট্যাক্সযুক্ত পণ্য থাকে তখন জরিমানাসহ ট্যাক্স দিতে হবে।

অন্যদিকে শুল্ক-করযুক্ত পণ্য থাকলে রেড চ্যানেলে প্রবেশ করে প্রযোজ্য শুল্ক-কর পরিশোধ করে কাস্টম হল ত্যাগ করা যাবে। কোনও যাত্রী যদি স্বীকার করেন, তার কাছে ট্যাক্সযুক্ত পণ্য আছে। সেক্ষেত্রে তার কাছ থেকে শুধু ট্যাক্স নেওয়া হবে, জরিমানা করা হবে না।