ঢাকা থেকে যাত্রীসেবা স্থগিত করলো জেট এয়ারওয়েজ

জেট এয়ারওয়েজের উড়োজাহাজদেনায় জর্জরিত জেট এয়ারওয়েজ ১৩টি আন্তর্জাতিক রুটে এপ্রিল পর্যন্ত অপারেশন কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এ তালিকায় আছে ঢাকা। এছাড়া আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা কমিয়ে এনেছে ভারতীয় বিমান সংস্থাটি। এর মধ্যে বেশিরভাগই দিল্লি ও মুম্বাই থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। 

জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ কলকাতা ও দিল্লি থেকে ঢাকার ফ্লাইট ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। অস্থায়ীভাবে অন্যান্য যেসব রুটে যাত্রীসেবা স্থগিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বেঙ্গালুরু-সিঙ্গাপুর, দিল্লি-আবুধাবি, দিল্লি-দাম্মাম, দিল্লি-হংকং, দিল্লি-রিয়াদ, মুম্বাই-আবুধাবি, মুম্বাই-বাহরাইন, মুম্বাই-দাম্মাম, মুম্বাই-হংকং, পুনে-আবুধাবি ও পুনে-সিঙ্গাপুর।

অর্থনৈতিক সংকটে পড়ার কারণে দিল্লি-ব্যাংকক, দিল্লি-সিঙ্গাপুর, মুম্বাই-ব্যাংকক ও মুম্বাই-সিঙ্গাপুর রুটে প্রতিদিন তিনটি করে ফ্লাইটের পরিবর্তে একটি, দিল্লি-কাঠমান্ডু রুটে চারটি থেকে দুটি, মুম্বাই-দোহা ও মুম্বাই-কুয়েত সিটি রুটে দুটি করে ফ্লাইটের পরিবর্তে একটি করে ফ্লাইট দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা জেট এয়ারওয়েজের ওপর এখন ৮ হাজার কোটি রুপি ঋণের বোঝা। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তাদের বকেয়া ১৫ হাজার কোটি রুপি।
সূত্র: পিটিআই