রানওয়ের জন্য সেরা ১০ বিমানবন্দর

ডোনেগাল এয়ারপোর্টনতুন নতুন গন্তব্যে ঘুরে বেড়ানো ভ্রমণপিপাসুদের জন্য সবচেয়ে রোমাঞ্চকর। বিশেষ করে উড়োজাহাজে চড়ে যদি মুগ্ধকর কোথাও যাওয়া হয় তাহলে তো পোয়াবারো! কিন্তু এর মধ্যে বিশ্বের কোন বিমানবন্দরগুলোর রানওয়ে দেখতে ছবির মতো?

যে ১০টি বিমানবন্দরে ২০১৯ সালে উড়োজাহাজের অবতরণ সবচেয়ে সুন্দর দেখাবে সেই তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক এভিয়েশন প্রতিষ্ঠান প্রাইভেট ফ্লাই। এতে শীর্ষে আছে আয়ারল্যান্ডের ডোনেগাল বিমানবন্দর। সেখানে আছে বিমান অবতরণের চোখধাঁধানো রানওয়ে।

এ নিয়ে টানা দ্বিতীয় বছর সবচেয়ে সুদৃশ্য বিমানবন্দরের খেতাব পেলো ক্যারিকফিন সৈকতে অবস্থিত ডোনেগাল এয়ারপোর্ট। এর ব্যবস্থাপনা পরিচালক অ্যান বোনার বলেন, ‘আবারও এমন একটি স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত।’
বারা এয়ারপোর্টতালিকার দুই নম্বরে থাকা স্কটল্যান্ডের বারা বিমানবন্দর থেকে মনোরম উপকূলীয় সৌন্দর্য উপভোগ করা যায়।
নিস কোত দা’জুরতৃতীয় হয়েছে ফ্রান্সের নিস কোত দা’জুর। এটি দেশটির ব্যস্ততম বিমানবন্দরের মধ্যেও তৃতীয়। এর রানওয়ে স্পর্শ করার সময় বিমানের আসনে বসে মনে হবে বুঝি সাগরের জল পায়ে লাগতে যাচ্ছে!
অরল্যান্ডো মেলবোর্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসবচেয়ে সুন্দর রানওয়ে সমৃদ্ধ বিমানবন্দরের মধ্যে আমেরিকার ফ্লোরিডার অরল্যান্ডো মেলবোর্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে চার নম্বরে। একজন ভোটারের মন্তব্য, বিমানবন্দরটিতে পৌঁছানোর ঠিক আগে প্রথমে চমৎকার আটলান্টিক মহাসাগর, এরপর ইন্ডিয়ান রিভার ও ব্যানানা রিভার চোখে পড়বে। সবশেষে কেনেডি স্পেস সেন্টার ও কেট ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন দেখা যাবে।
প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টপঞ্চম স্থানে থাকা সিন্ট মার্টেন দ্বীপের প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে উড়োজাহাজ অবতরণের সময় সৈকতে বেড়ানো পর্যটকদের নাকের ডগা দিয়ে যাচ্ছে মনে হবে!
হুয়ানচো ই ইরাউসকিন এয়ারপোর্টছোট দৈর্ঘ্যের বাণিজ্যিক বিমান অবতরণের রানওয়ের মধ্যে ডাচ ক্যারিবীয় দ্বীপ সাবা’র হুয়ানচো ই ইরাউসকিন এয়ারপোর্ট জায়গা পেয়েছে ছয় নম্বরে।
কুইন্সটাউন এয়ারপোর্টছবির মতো দেখতে বিমানবন্দরগুলোর মধ্যে ভোটারদের মন জয় করেছে নিউজিল্যান্ডের কুইন্সটাউন এয়ারপোর্ট। এটি আছে সাত নম্বরে। এর রানওয়েতে নামার আগে লেক ওয়াকাটিপু ও চারপাশের অপূর্ব দৃশ্য মুগ্ধ করে যাত্রীদের।
বিলি বিশপ টরন্টো সিটি এয়ারপোর্টকানাডার বিলি বিশপ টরন্টো সিটি এয়ারপোর্ট স্থান করে নিয়েছে আটে।
লন্ডন সিটি এয়ারপোর্টনয় নম্বরে থাকা যুক্তরাজ্যের লন্ডন সিটি এয়ারপোর্টে অবতরণের সময় দেখা যায় রূপবতী টেমস নদী ও ঘড়ির টাওয়ার বিগ বেন।
আওস্তা ভ্যালি এয়ারপোর্টশীর্ষ দশে থাকা ইতালির আওস্তা ভ্যালি এয়ারপোর্টে নামার ঠিক আগ মুহূর্তে উপভোগ করা যায় ইউরোপের রাজকীয় পাহাড় সারি।

ভ্রমণ বিশেষজ্ঞ ও এভিয়েশন ভক্তদের একটি প্যানেল বার্ষিক এই জরিপে অংশ নিয়েছেন। বিশ্বের ১২৯টি বিমানবন্দরের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে সেরা ১০। এগুলোতে ভোট পড়েছে সাত হাজার।

প্রাইভেট ফ্লাই মূলত বেসরকারি জেট বিমানের বুকিং প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির সিইও অ্যাডাম টোয়াইডেল বলেন, ‘প্রায়ই ভ্রমণকারীরা নিজেদের গন্তব্যে পৌঁছাতে তড়িঘড়ি করেন। তবে আমাদের এই জরিপের সুবাদে জানালা দিয়ে আকাশপথে যাতায়াতের আনন্দ উপভোগ করতে তাদের উৎসাহিত করে।’

সবচেয়ে সুন্দর রানওয়ে সমৃদ্ধ ১০ বিমানবন্দর
১. ডোনেগাল এয়ারপোর্ট (আয়ারল্যান্ড)
২. বারা এয়ারপোর্ট (স্কটল্যান্ড)
৩. নিস কোত দা’জুর (ফ্রান্স)
৪. অরল্যান্ডো মেলবোর্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র)
৫. প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (সিন্ট মার্টেন)
৬. হুয়ানচো ইরাউসকিন এয়ারপোর্ট (সাবা, ডাচ ক্যারিবিয়ান)
৭. কুইন্সটাউন এয়ারপোর্ট (নিউজিল্যান্ড)
৮. বিলি বিশপ টরন্টো সিটি এয়ারপোর্ট (কানাডা)
৯. লন্ডন সিটি এয়ারপোর্ট (যুক্তরাজ্য)
১০. আওস্তা ভ্যালি এয়ারপোর্ট (ইতালি)

সূত্র: সিএনএন