সৌদি আরবের বিমানবন্দরে দেখা যাবে জ্যাকলিনের মুখ

জ্যাকলিন ফার্নান্দেজবিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে বিখ্যাত অভিনেত্রী ও মডেলদের ছবি দেখা যায়। বিভিন্ন পণ্যের মডেল হিসেবে ভ্রমণকারীদের আকৃষ্ট করেন তারা। কিন্তু সৌদি আরবের বিমানবন্দর এক্ষেত্রে ব্যতিক্রম। এগুলোতে কোনও নারী মডেলের ছবি থাকে না।

প্রথমবারের মতো চেনা ছক বদলে যাচ্ছে। সৌদি আরবের বিমানবন্দরে বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যাবে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের ছবি। এবারই প্রথম এসব বিমানবন্দরের কোনও নারী মডেলের মুখ দেখবেন যাত্রীরা।

সৌদি আরবে সাতটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। এগুলো হলো দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দার বাদশা আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, আল-হোফুফে আল-আহসা আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুর প্রিন্স আবদুল মহসিন বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও বুরাইদাহের প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর।

জ্যাকলিন ফার্নান্দেজধীরে ধীরে তারকাখ্যাতি হাতের মুঠোয় পেয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। তিনি এখন বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম। শ্রীলঙ্কান এই সুন্দরীর জনপ্রিয়তা পেরিয়ে গেছে ভারতের গণ্ডি। এর সুবাদে সৌদি আরবের বিমানবন্দরে স্থান পাওয়া প্রথম নারী তারকা হচ্ছেন তিনি।

সূত্র: বলিউড হাঙ্গামা