পাইলট ট্রাফিক জ্যামে আটকে থাকায় তিন ঘণ্টা দেরিতে ফ্লাইট

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজভারতের জাতীয় পতাকাবাহী সংস্থা এয়ার ইন্ডিয়ার একজন পাইলট ট্রাফিক জ্যামে আটকে থাকায় একটি ফ্লাইট প্রায় তিন ঘণ্টা দেরিতে ছেড়েছে। এ কারণে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১৬ অক্টোবর) যাত্রীদের ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। এআই ৫০২ ফ্লাইটে চড়ে বেঙ্গালুরুতে যান তারা।

যাত্রী বিজয় রমাচন্দ্রন টুইটারে জানিয়েছেন, নয়াদিল্লির ব্যস্ত সড়কে ট্রাফিক জ্যামে আটকে থাকায় বিমানবন্দরে দেরিতে এসে রিপোর্ট করেন পাইলট। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে ওই ফ্লাইটের উড্ডয়নের কথা ছিল। কিন্তু বিকাল ৪টা ২০ মিনিটে সেটি রওনা দিতে পেরেছে। এরপর তা বেঙ্গালুরুতে পৌঁছায় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে।

সুকুমার পারিদা নামের এক যাত্রীর দাবি, শুরুতে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে আধঘণ্টা বিলম্ব হবে বলে জানিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা। বিকাল ৩টা বেজে যাওয়ার পর যাত্রীরা সংশ্লিষ্ট কর্মকর্তার ওপর ক্ষেপে যান। এরপর অনিচ্ছা থাকলেও তিনি জানান, একজন পাইলট এসে না পৌঁছানোয় ফ্লাইট দেরি হচ্ছে।

শেষমেষ পাইলট বিমানবন্দরে ঢোকার পর যাত্রীদের উড়োজাহাজে তোলা শুরু করেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা। সব আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৪টা ২০ মিনিটে উড্ডয়ন করে এআই ৫০২ ফ্লাইটটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া