এমিরেটসের নতুন ই-কমার্স ডেলিভারি প্ল্যাটফর্ম

EK-PR-Photo-22.10.19দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটসের মালামাল পরিবহন শাখা স্কাইকার্গো একটি ই-কমার্স ডেলিভারি প্ল্যাটফর্ম চালু করেছে। আন্তর্জাতিক কার্গো এয়ারলাইনের ক্ষেত্রে এমন উদ্যোগ এটাই প্রথম। বুধবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‘এমিরেটস ডেলিভার’ শীর্ষক প্ল্যাটফর্মটি ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের গ্রাহকরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনলাইন রিটেইলারের কাছ থেকে ব্যক্তিগত প্রয়োজনে ও ব্যবসার জন্য বিভিন্ন পণ্য কিনতে পারবেন, যা এমিরেটস স্কাইকার্গো একত্র করে গ্রাহকদের অফিস বা বাসায় পৌঁছে দেবে।

প্ল্যাটফর্মটি অন্যান্য ই-কমার্স বিজনেস ও লজিস্টিক ইন্টিগ্রেটরদের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিনামূল্যে নিবন্ধনের পর গ্রাহকদের যুক্তরাষ্ট্রে একটি ডেলিভারি ঠিকানা দেওয়া হবে, যেখানে ক্রয়কৃত পণ্য বিনামূল্যে ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে। অতঃপর গ্রাহকদের চাহিদা অনুযায়ী স্কাইকার্গো ক্রয়কৃত পণ্য একত্র করে ডেলিভারির জন্য পারসেল হিসেবে পরিবহন করবে। তিন থেকে পাঁচদিনের মধ্যে এটি সম্পন্ন হবে।

নতুন প্ল্যাটফর্মটি চালু উপলক্ষে গ্রাহকদের শিপিং চার্জের ওপর ১৫ শতাংশ মূল্যছাড় প্রদান করা হচ্ছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এটি কার্যকর থাকবে।