গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকীতে এয়ার ইন্ডিয়ার নতুন ফ্লাইট

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজপাঞ্জাবের অমৃতসার থেকে লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে ফ্লাইট চালু করলো এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এর উদ্বোধন হয়। সপ্তাহে তিন দিন (সোম, বৃহস্পতি ও শনিবার) নতুন রুটে যাত্রীসেবা দেবে ভারতের এই জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা।

শিখ ধর্মের প্রবক্তা গুরু নানক দেবের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে অমৃতসার-লন্ডন ফ্লাইটের যাত্রা শুরু হলো। মুম্বাই থেকে শুরু করে অমৃতসারের রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লন্ডনে গেছে উড়োজাহাজটি। বিমানে যাত্রীদের পরিবেশন করা হয় পাঞ্জাবি খাবার।

প্রতি বছরের ১২ নভেম্বর কার্তিক পূর্ণিমা তিথিতে বিশ্বব্যাপী পালিত হয় গুরু নানকের জন্মোৎসব। এ উপলক্ষে পাঞ্জাব ভ্রমণে আগ্রহী শিখ যাত্রীদের সুবিধার্থে এয়ার ইন্ডিয়া নতুন রুট বের করেছে।
২৫৬ আসনের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশযান দিয়ে অমৃতসার-লন্ডন ফ্লাইট চালানো হচ্ছে। এর লেজের অংশে ‘ইক অঙ্কার’ আঁকা হয়েছে। এটি শিখ ধর্মীয় দর্শনের প্রতীক। এর অর্থ ঈশ্বর একজনই। 
‘ইক ওঙ্কার’ চিহ্ন আঁকা এয়ার ইন্ডিয়ার আকাশযানলন্ডন থেকে ভারতে এটাই কোনও বিমান সংস্থার প্রথম ফ্লাইট। একইভাবে অমৃতসার-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট আগে ছিল না।
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অশ্বানি লোহানি বলেন, ‘লন্ডন-অমৃতসার রুটে সরাসরি ফ্লাইটের চাহিদা ছিল দীর্ঘদিনের। এমন রুট চালুর জন্য গুরু নানক দেবের ৫৫০তম জন্মবার্ষিকী জুতসই মনে হয়েছে আমাদের।’
এদিকে বার্মিংহাম থেকে অমৃতসারে সপ্তাহে তিন দিন ফ্লাইট চালিয়ে আসছে এয়ার ইন্ডিয়া।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া