ইউএস-বাংলার টিকিটে সীমান্ত ব্যাংক গ্রাহকদের বিশেষ সুবিধা

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনস ও সীমান্ত ব্যাংকের কর্মকর্তারাইউএস-বাংলা এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুটে টিকিট কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন সীমান্ত ব্যাংকের ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা। এ বিষয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিস্বাক্ষর হয়েছে। সম্প্রতি সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. শফিকুল ইসলাম ও সীমান্ত ব্যাংক লিমিটেডের হেড অব বিজনেস আরব ফজলুর রহমান।

অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

বর্তমানে বেসরকারি এই বিমান সংস্থার বহরে আছে মোট ১১টি এয়ারক্রাফট। এর মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।