কক্সবাজারে প্রতিদিন ৬টি ফ্লাইট যাবে ইউএস বাংলার

ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজইউএস-বাংলা এয়ারলাইনস ১০ ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ৬টি ফ্লাইট পরিচালনা করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বেসরকারি এই বিমান সংস্থা।

ঢাকা থেকে প্রতিদিন সকাল ৮টা, ৯টা ৪০ মিনিট, ১১টা, দুপুর ১২টা, ১২টা ৪৫ মিনিট ও বিকাল ৩টায় কক্সবাজারের উদ্দেশে যাবে ইউএস-বাংলার ফ্লাইট।

কক্সবাজার থেকে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট, ১১টা ১০ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট, ১টা ৩০ মিনিট, ২টা ১৫ মিনিট ও বিকাল ৪টা ৩০ মিনিটে ইউএস-বাংলার ফ্লাইট ছেড়ে আসবে।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন ইউএস-বাংলার ৪টি ফ্লাইট চলাচল করছে। তাদের বহরে মোট ১১টি বিমান রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

কক্সবাজার ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। তাদের আন্তর্জাতিক রুটগুলো হলো ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা ও মাস্কাট।