ইউএস-বাংলার বহরে ষষ্ঠ এটিআর উড়োজাহাজ

ইউএস-বাংলার এটিআর ৭২-৬০০ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হলো ষষ্ঠ এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ। আজ বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে।

আনুষ্ঠানিকভাবে উড়োজাহাজটি গ্রহণ করেন বেসরকারি এই বিমান সংস্থার উপদেষ্টা ক্যাপ্টেন সিকদার মেজবাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা ও আনন্দময় ভ্রমণই আমাদের একমাত্র লক্ষ্য। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে যাত্রীদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা প্রদান করে ইউএস-বাংলা এয়ারলাইনসকে দেশের শীর্ষ ও আঞ্চলিক এয়ারলাইনস হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘ফ্রান্সের ফ্র্যাঙ্কাজাল বিমানবন্দর থেকে মিসর ও ওমান হয়ে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সার্বিক উন্নতির জন্য দোয়া কামনা করা হয়।’

নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ উড়োজাহাজে রয়েছে ৭২টি আসন। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনায় ব্যবহার হবে এটি। অভ্যন্তরীণ গন্তব্যে নতুন নতুন রুট নিয়ে ইতোমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস পরিকল্পনা করছে, ফলে দেশের আকাশপথের যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।

ইউএস-বাংলার নতুন উড়োজাহাজের সামনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারাবর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ১৩টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে বোয়িং ৭৩৭-৮০০ চারটি, ড্যাশ৮-কিউ৪০০ তিনটি ও এটিআর ৭২-৬০০ ছয়টি।

অভ্যন্তরীণ সব রুটসহ ইউএস-বাংলার আন্তর্জাতিক গন্তব্যগুলো হলো ভারতের কলকাতা ও চেন্নাই, ওমানের মাস্কাট, কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর, থাইল্যান্ডের ব্যাংকক ও চীনের গুয়াংজু।