ঘরেই উড়োজাহাজের মতো দায়িত্ব পালন বিমানবালার!

বিমানবালা ক্রিস্টেন জিলেটকানাডিয়ান বিমান সংস্থা ওয়েস্ট জেটের একজন বিমানবালা উড়োজাহাজে যাত্রীসেবায় যেসব দায়িত্ব সামলান, ইউনিফর্ম পরে ঘরেই সেগুলোর চর্চা করলেন! তার এসব কর্মকাণ্ডে বিভ্রান্ত হয়ে পড়েন স্বামী। তাদের এসব মুহূর্তের একটি ভিডিও ইউটিউবে সাড়ে ১৩ লাখ বার দেখা হয়েছে। মন্তব্য এসেছে ভুরি ভুরি।

কানাডার নিবেদিতপ্রাণ এই বিমানবালা অনলাইনে রীতিমতো ঝড় তুলেছেন বলা যায়। তার নাম ক্রিস্টেন জিলেট। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনে ঘরে আটকে থাকা অসংখ্য ফ্লাইট অ্যাটেনড্যান্টের মধ্যে তিনি একজন। তবে ডেস্কে বসে কাজ করেন না তিনি। এ কারণে চুপচাপ দায়িত্ব পালনের সুযোগ নেই তার। 

ভিডিওর শুরুতে দেখা যায়, নিজেদের অ্যাপার্টমেন্টের সোফায় বসা স্বামী জাদুশিল্পী ওয়েস বার্কারকে কোমল পানীয় পরিবেশন করেন ক্রিস্টেন জিলেট। এরপর দুই হাতে ইঙ্গিত করে ঘরের ইমার্জেন্সি ব্যালকনি দরজা দেখিয়ে দেন তিনি। সতেজ হতে গরম তোয়ালে দেওয়ার আগে সুরক্ষার জন্য ল্যাপটপ বন্ধ রাখতে বলেন এই বিমানবালা। এছাড়া দিয়েছেন বিস্কুট।

একপর্যায়ে বাথরুমে যেতে লাইনে দাঁড়াতে বলা হয় ওয়েস বার্কারকে। তখন তার মুখ থেকে বেরিয়ে আসে, ‘অ্যাপার্টমেন্টে তো কেবল আমরা দুজনই আছি!’ ক্রিস্টেন উল্টো তাকে শুনিয়ে দেন, ‘প্লিজ নিরাপত্তাজনিত কারণে এই জায়গা ফাঁকা করুন।’ স্ত্রীর এমন কর্মকাণ্ডে তার চোখেমুখে দেখা যায় বিভ্রান্তি।

ওয়েস বার্কারকে নিজেরই অ্যালকোহল ‘ডিউটি ফ্রি’ হিসেবে বিক্রির জন্য নিয়ে আসেন ক্রিস্টেন জিলেট। বোতল দেখে এই জাদুশিল্পী বলেন, ‘এটা তো আমার জন্মদিনের উপহার ছিল!’ ক্রিস্টেনের উত্তর, ‘তার মানে এখন পান করবেন না?’
সোফা থেকে তড়িঘড়ি উঠতে চাইলে বিমানবালা বলেন, ‘সরি স্যার, সিটবেল্ট বেঁধে নিন।’ এরপর ওপরে তাকালে স্বামীর চোখে পড়ে সাবধানতা অবলম্বনের স্টিকার।

পরে ক্রিস্টেন জিলেট বেডরুম থেকে ফেসটাইমে স্বামীর কাছে কল করে বলেন, ‘তোমাকে মিস করছি!’ দ্বিধাগ্রস্ত ওয়েসের প্রশ্ন, ‘অন্য রুম থেকে কেনো কল দিচ্ছো!’

সূত্র: ডেইলি মেইল