শাহ আমানত বিমানবন্দরে কিছুক্ষণ (ফটো স্টোরি)

করোনাভাইরাসের বিস্তার রোধে বিমান চলাচল বন্ধ ছিল দুই মাসেরও বেশি সময়। গত ১ জুন থেকে অভ্যন্তরীণ তিনটি রুটে (ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর) এখন ফ্লাইট চলাচল করছে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় অন্যরকম চিত্র দেখা যাচ্ছে বিমানবন্দরগুলোতে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যামেরায় তুলে ধরেছেন স্পটার রহমান ফাহমিদ। 
102556888_550234352529550_8029376110728839168_n* সামাজিক দূরত্ব মেনে চেক-ইনের লাইনে দাঁড়াতে হচ্ছে যাত্রীদের। তাদের সুবিধার্থে মেঝেতে রাখা হয়েছে মার্কিং।
78166944_570336257190908_7843784363345969152_n* এয়ারলাইনসকর্মীরা যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন। কারও তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে কোনও ফ্লাইটে তাকে যেতে দেওয়া হবে না।

102261466_200565947672289_8841584212000636928_n* সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের এক চেয়ার ফাঁকা রেখে বসতে হচ্ছে। পাশের কিংবা মাঝের চেয়ারে ক্রস চিহ্ন দিয়ে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

102382701_262994171572773_4175059445547532288_n* সবার সুরক্ষায় বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক।
101720751_642639473132174_8672210875307786240_n* রানওয়েতে অনেক ফাঁকা স্থান রেখে দাঁড়িয়েছেন যাত্রীরা।
82344888_907725106320543_1278085669180145664_n* শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকা থেকে শুরু করে রানওয়েতে ফ্লাইটে ওঠা পর্যন্ত সবখানে সুরক্ষা ব্যবস্থা লক্ষণীয়।