জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে মালিন্দো এয়ার। অন্যদিকে শ্রীলঙ্কান এয়ারলাইনস সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।
সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে ফ্লাইট পরিচালনার অনুমতি চায় মালিন্দো এয়ার ও শ্রীলঙ্কান এয়ারলাইনস।
এ প্রসঙ্গে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, মালিন্দো এয়ারে চড়ে কেবল ট্রানজিট যাত্রী ও মালায়েশিয়ার রেসিডেন্স পারমিটধারীরা যাতায়াত করতে পারবেন। বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা এখনই মালয়েশিয়ায় যেতে ও দেশে ফেরার সুযোগ পাচ্ছেন না।
মালিন্দো এয়ারের স্টেশন ম্যানেজার বলেন, ‘আমরা ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছি। তবে এখনও ফ্লাইট শিডিউল ঠিক হয়নি। আশা করছি, শিগগিরই আমরা আবারও যাত্রীসেবা শুরু করতে পারবো।’