দিল্লি, কলকাতা ও চেন্নাই রুটে ফের চালু হচ্ছে বিমানের ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজঢাকা থেকে ভারতের তিনটি রুটে আবারও ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এগুলো হলো দিল্লি, কলকাতা ও চেন্নাই। রবিবার (২৫ অক্টোবর) রাষ্ট্রায়ত্ত এই সংস্থার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।
আগামী ২৯ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের মাধ্যমে ঢাকা থেকে দিল্লিতে আকাশপথে যাতায়াত করা যাবে। এরপর ১ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালু হবে তাদের।

এছাড়া ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই রুটে ভ্রমণসেবায় ফিরবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে কোন রুটে সপ্তাহে কয়টি ফ্লাইট চলবে তা জানায়নি বিমান বাংলাদেশ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজসংস্থাটির বিক্রয় কেন্দ্র, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে। কোভিড-১৯ সংক্রান্ত শর্ত, নির্দেশনা ও ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইটে দেখা যাবে বলে জানিয়েছেন উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ)।