সিলেট-কক্সবাজার নতুন রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজঅভ্যন্তরীণ পর্যটনের বিকাশ ও যাত্রী চাহিদার কথা ভেবে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে প্রত্যেক যাত্রীকে দেওয়া হচ্ছে ১৫ শতাংশ ছাড়।
জানা গেছে, প্রোমো কোড INPRO15 ব্যবহার করে টিকিট কিনতে পারবেন যাত্রীরা। বিমানের সব বিক্রয় কেন্দ্র, ট্রাভেল এজেন্ট, বিমানের মোবাইল অ্যাপ ও অনলাইনে সিলেট-কক্সবাজার-সিলেট রুটের টিকিট কেনা যাবে।




আগামী ১২ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে এবং বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে রাষ্ট্রায়ত্ত এই সংস্থার ফ্লাইট।
বিমানে কক্সবাজার থেকে সরাসরি সিলেট যাওয়া যাবে সপ্তাহে দুই দিন। প্রতি রবিবার দুপুর ১২টা ৫ মিনিটে এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার থেকে পুণ্যভূমি সিলেটের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘দেশের অভ্যন্তরীণ আকাশপথে যাতায়াতের ইতিহাসে এমন ঘটনা হবে এটাই প্রথম। আশা করা যাচ্ছে, নতুন রুটে ফ্লাইট চালুর ফলে সিলেট ও কক্সবাজারের মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরি হবে।’