সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ইউএস-বাংলার উড়োজাহাজঢাকা ও চট্টগ্রাম থেকে ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ চলাচল করে। এবার সিলেট-মাস্কাট-সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বেসরকারি এই বিমান সংস্থা। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযাগ) মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 
আগামী ১৭ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে ইউএস-বাংলার উড়োজাহাজ। গন্তব্যে পৌঁছাতে লাগবে তিন ঘণ্টা। 

মাস্কাট থেকে প্রতি মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে উড্ডয়ন করে পরদিন সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটে অবতরণ করবে ইউএস-বাংলার ফ্লাইট। ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলার বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করে টিকেট রিজার্ভেশন দেওয়া যাবে।

ইউএস-বাংলার উড়োজাহাজবর্তমানে ইউএস-বাংলা প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাস্কাট এবং বুধ ও রবিবার চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে। সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে পরদিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করে। মাস্কাট থেকে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় উড্ডয়ন করে সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করে।
বুধ ও রবিবার রাত ৮টা ৩০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে মাস্কাটে অবতরণ করে। মাস্কাট থেকে বৃহস্পতি ও সোমবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে উড্ডয়ন করে এবং ভোর ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছায়।

ইউএস-বাংলার উড়োজাহাজমাস্কাট ছাড়াও বর্তমানে ইউএস-বাংলা ঢাকা থেকে চীনের গুয়াংজু, সিঙ্গাপুর, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, কাতারের রাজধানী দোহা এবং ভারতের দুই শহর কলকাতা ও চেন্নাই রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।
বাংলাদেশে অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা।