বেবিচকের অনাপত্তি সনদ পেলো এয়ার অ্যাস্ট্রা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে এয়ার অ্যাস্ট্রা। আগামী ফেব্রুয়ারির মধ্যে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেয়ে যাত্রা শুরুর ব্যাপারে আশাবাদী দেশের নতুন বেসরকারি এয়ারলাইনটি।

জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর বেবিচকের এনওসি পেতে আবেদন করে এয়ারলাইনটি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) অনাপত্তি সনদটি পেয়েছে এই সংস্থা।

এয়ার অ্যাস্ট্রা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ‘আমাদের পরবর্তী পদক্ষেপ বেবিচকের এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পাওয়া। এটি পেলেই আমরা প্রাথমিকভাবে চারটি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট শুরু করতে পারবো। আমাদের জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে।’

ইমরান আসিফ যোগ করে, ‘নতুন এয়ারলাইন হিসেবে একবছর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পর আন্তর্জাতিক রুট শুরুর অনুমতি দেয় বেবিচক। সেই হিসাবে একবছর পর আমরা আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু করবো।’