তার্কিশ এয়ারলাইনসের টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

তার্কিশ এয়ারলাইনসমৌসুমি ছুটিতে বিদেশ ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি যাত্রীদের জন্য গ্রীষ্মকালীন বিশেষ ছাড় ঘোষণা করেছে তার্কিশ এয়ারলাইনস। ঢাকা থেকে নির্ধারিত ২৯টি গন্তব্যে এই সুযোগ পাওয়া যাচ্ছে। এসব যাত্রার টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেবে এজেন্সিগুলো। তুরস্কের ইস্তানবুল ভিত্তিক তুর্কি পতাকাবাহী এই বিমান সংস্থার ঢাকা কার্যালয় থেকে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

তার্কিশ এয়ারলাইনস বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক এজেন্ট এজাজ কাদরি বাংলা ট্রিবিউনকে জানান— যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও ইতালিসহ ইউরোপের আরও ২৫টি গন্তব্যে বিশেষ কোটায় নির্দিষ্ট শ্রেণির টিকিটে ছাড় মিলবে। আগামী ২ জুলাই পর্যন্ত দেশের যেকোনও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনা যাবে।

১৯৩৩ সালে প্রতিষ্ঠিত তার্কিশ এয়ারলাইনস ঢাকা থেকে ইস্তানবুলে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করে। তাদের বহরে আছে ৩৩৮টি আকাশযান। তুরস্কের জাতীয় পতাকাবাহী এই বিমান সংস্থার সদর দফতর সম্প্রতি নতুন ইস্তানবুল বিমানবন্দরে স্থানান্তরিত হয়।

তার্কিশ এয়ারলাইনসের বাংলাদেশ শাখার জেনারেল ম্যানেজার এমরাহ কারাচা জানান, আন্তর্জাতিক ২৫৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করেন তারা। যাত্রীসেবা গন্তব্যের হিসাবে পৃথিবীর শীর্ষ বিমান সংস্থা এটি। স্কাইট্র্যাক্সের দৃষ্টিতে ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত টানা ছয় বছর ইউরোপের সেরা এয়ারলাইনের স্বীকৃতি পায় স্টার অ্যালায়েন্সের সদস্য তার্কিশ। এছাড়া ২০০৫ সালে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে দক্ষিণ ইউরোপের সেরা এয়ারলাইন, বিশ্বের সেরা বিজনেস ক্লাস এয়ারলাইন লাউঞ্জ ও পৃথিবীর সেরা বিজনেস লাউঞ্জ ডাইনিং পুরস্কার পায় তারা।