কোনও যাত্রী ছাড়াই ৪৬টি ফ্লাইট পরিচালনা করলো পাকিস্তান এয়ারলাইনস!

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসঅবিশ্বাস্য হলেও সত্যি! পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) কোনও যাত্রী ছাড়াই ৪৬টি ফ্লাইট পরিচালনা করেছে। ২০১৬-১৭ সালের এই ঘটনায় ১১ লাখ মার্কিন ডলার (৯ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা) লোকসান হয়েছে পাকিস্তানের পতাকাবাহী এই বিমান সংস্থার। এক অডিট রিপোর্টে এই অঙ্ক বেরিয়ে এসেছে।

পাকিস্তানের নিউজ চ্যানেল জিও টিভির প্রতিবেদনে জানা যায়, ২০১৬ ও ২০১৭ সালে ইসলামাবাদ থেকে যাত্রীবিহীন ৪৬টি ফ্লাইট পরিচালনা করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস। এ কারণে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি। 

হতবাক করার মতো ব্যাপার হলো, পিআইএ প্রশাসন থেকে লোকসানের তথ্য জানানোর পরও এ ঘটনা খতিয়ে দেখার কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

অডিট রিপোর্টে আরও বলা হয়েছে, প্রায় ৩৬টি হজ ফ্লাইট কোনও যাত্রী ছাড়াই পরিচালনা করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস।

সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন-
১৮০০ কেবিন ক্রুকে ওজন কমানোর নির্দেশ দিলো পাকিস্তান এয়ারলাইনস