বিমানের টিকিটে ২০ শতাংশ ছাড়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজভ্রমণপিপাসুদের জন্য পাঁচটি আন্তর্জাতিক রুটে ২০ শতাংশ এবং অভ্যন্তরীণ রুটে ১০ শতাংশ ছাড় দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ সুবিধা পাওয়া যাবে অষ্টম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থা। মেলার এয়ারলাইনস পার্টনার প্রতিষ্ঠানটি।

জানা গেছে, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছে আগামী ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়ান ট্যুরিজম ফেয়ার। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এশিয়ান ট্যুরিজম মেলায় বিমানের স্টল থেকে ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৭ হাজার ৮১৬ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২৩ হাজার ৬৭৪ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৪ হাজার ৪৯০ টাকা, ঢাকা-দিল্লি-ঢাকা ১৯ হাজার ৫১ টাকা এবং ঢাকা-কলকাতা-ঢাকা ১১ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিমানের অভ্যন্তরীণ রুটে ঢাকা-কক্সবাজার-ঢাকা ৬ হাজার ৮০০ টাকা, ঢাকা-রাজশাহী-ঢাকা ৫ হাজার টাকা, ঢাকা-বরিশাল-ঢাকা ৫ হাজার টাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা যাতায়াত ভাড়া ৫ হাজার টাকা।

মেলায় ক্রেডিট কার্ড ও নগদ মূল্যে টিকিট কেনা যাবে। ক্রয়ের দিন থেকে অবশ্যই তিন মাস বা ৯০ দিনের মধ্যে ভ্রমণ করতে হবে।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারে প্রবেশমূল্য ৩০ টাকা। তবে বাংলালিংক এসএমএসে পাঠানো লিংকের (www.dhakadinnercruise.com/atf-entryticket) মাধ্যমে অথবা অনলাইনে নাম নিবন্ধন করলেই বাংলালিংক অথবা ঢাকা ডিনার ক্রুজের সৌজন্যে ইমেইলে পাওয়া যাবে প্রবেশের ফ্রি টিকিট।

মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে মেলার ভেন্যু পর্যন্ত ফ্রি শাটল বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে।