সাউদিয়ার বহরে প্রথম যুক্ত হলো বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার (ভিডিও)

সাউদিয়ার বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনারসৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া) বহরে প্রথমবারের মতো যুক্ত হলো বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার। সৌদি আরবের পতাকাবাহী এই সংস্থার বর্তমান বহরে ১৩টি বোয়িং ৭৮৭-৯ বিমান রয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ৩০ সেপ্টেম্বর জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ১-এ ড্রিমলাইনারটি গ্রহণ করে সাউদিয়া কর্তৃপক্ষ। তাদের বহরে বর্তমানে একটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, ১৩টি ৭৮৭-৯ ড্রিমলাইনার ও ৩৩টি ৭৭৭-৩০০ ইআর (এক্সেন্ডেড রেঞ্জ) উড়োজাহাজ আছে।
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের মহাপরিচালক ইঞ্জিনিয়ার সালেহ বিন নাসের আল-জাসের বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন বিমান বহর রয়েছে আমাদের। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের সঙ্গে এবার যোগ হলো ৭৮৭-১০, যা ভবিষ্যতে নেটওয়ার্ক বৃদ্ধির পরিকল্পনাকে অনেকদূর এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।’

ইঞ্জিনিয়ার সালেহ বিন নাসের আল-জাসেরের কথায়, ‘অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে বিমানের অভ্যন্তরের কেবিন ফিচার, লং রেঞ্জ ক্যাপাসিটি ও অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধার জন্য বোয়িং ৭৮৭ আমাদের অতিথিদের কাছে জনপ্রিয় হয়েছে।’

সাউদিয়ার বোয়িং ৭৮৭-১০ উড়োজাহাজে টু-ক্লাস কনফিগারেশনে মোট ৩৫৭টি আসন থাকবে। এর মধ্যে লে-আউটে ২৪টি বিজনেস ক্লাস ও ৩৩৩টি ইকোনমিক ক্লাস।

সাউদিয়ার বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনারবিমান প্রস্তুতকারক আমেরিকান প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইহসান মুনির বলেন, ‘বোয়িংয়ের ও সাউদিয়ার মধ্যকার অংশদারিত্বের সম্পর্ক প্রায় ৭৫ বছরের। ৭৮৭-১০ ড্রিমলাইনার সরবরাহের মাধ্যমে আমাদের অংশীদারিত্বে আরেকটি বড় মাইলফলক স্থাপিত হলো। সাউদিয়াকে উন্নতমানের বিমান দিতে পেরে আমরা গর্বিত। এছাড়া ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৭ পরিবারের ভরসা ধরে রাখতে পারা সম্মানের।’

ইহসান মুনিরের আশা, ‘সাউদিয়ার বহরে ৭৮৭-১০ যোগ হওয়ায় ড্রিমলাইনারের কাছ থেকে যাত্রীদের প্রত্যাশিত উন্নতমানের ইন-ফ্লাইট অভিজ্ঞতা অব্যাহত থাকবে। তাছাড়া ৭৮৭-এর বিশেষ জ্বালানি সক্ষমতা সাউদিয়ার জন্য নতুন রুট উন্মোচন করা এবং উল্লেখযোগ্যভাবে জ্বালানি সাশ্রয় ও এর কার্বন নির্গমণ কমাতে কাজে আসবে।’

৭৮৭-১০ ড্রিমলাইনার আগের বিমানগুলোর চেয়ে ২৫ শতাংশ জ্বালানি সাশ্রয়ী ও কম জ্বালানি নির্গমন করে। ৬৩৪৫ নটিক্যাল মাইলের (১১,৭৫০ কি.মি.) মধ্যে এটি বিশ্বের টুইন অ্যাইশেল রুটের ৯৫ ভাগের বেশি উড্ডয়ন করতে পারে।

সাউদিয়ার ১৫০টির বেশি ন্যারো ও ওয়াইডবডি এয়ারবাস এবং বোয়িং উড়োজাহাজের বহর বিশ্বব্যাপী ৯৫টির বেশি শহরে যাতায়াত করে। সৌদিয়া পৃথিবীর প্রথম ও একমাত্র এয়ারলাইনস যারা বিনামূল্যে সোশ্যাল মেসেজিং প্ল্যানের সুবিধা প্রদান করে।