হলিডে প্যাকেজ ঘোষণা

১৯ নভেম্বর থেকে মালে যাবে ইউএস-বাংলার ফ্লাইট

আগামী ১৯ নভেম্বর ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বাংলাদেশি পর্যটকদের ন্যূনতম খরচে মালদ্বীপ ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে বেসরকারি এই সংস্থা। এসব হলিডে প্যাকেজ চলতি বছরের ১৯ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার অপূর্ব মিশ্রণের শহর মালদ্বীপের ভ্রমণকে উপভোগ্য করতে প্রতি জনের জন্য ন্যূনতম ৫৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ট্যুর প্যাকেজটিতে দুই রাত তিন দিন থাকা, ঢাকা-মালে-ঢাকা রুটের সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ আরও নানান সুযোগ-সুবিধা রয়েছে।’

ইউএস-বাংলা জানিয়েছে, ১৯ নভেম্বর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। দেশীয় পর্যটন বিকাশের সঙ্গে সঙ্গে দেশীয় পর্যটকদের বিভিন্ন দেশে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা।

পর্যটকদের সুবিধার্থে ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজগুলো বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা সুদে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে।