জুলহাজ-তনয় হত্যার তদন্ত ডিবিতে হস্তান্তর

জুলহাজের বাসাজুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যা মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশকে (ডিবি) দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও খুনি গ্রেফতার না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকালে কমিশনারের নির্দেশে মামলা দুটির তদন্তের দায়িত্ব মহানগর গোয়েন্দা পুলিশ পেয়েছে। এখন থেকে ডিবি এই মামলা দুটি তদন্ত করবে।
২৫ এপ্রিল সোমবার বিকালে রাজধানীর কলাবাগানে খুন হন ইউএসএআইডির কর্মকর্তা ও মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় (২৮)। নিহত জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। বাংলাদেশে সমকামীদের অধিকার নিয়ে কাজ করতেন তিনি। ‘রূপবান’ নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন তিনি। অন্যদিকে তনয় আশা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। লোকনাট্য নামের একটি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
ঘটনার দিন রাতে নিহত জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও কলাবাগান থানার এসআই মোহাম্মদ শামীম আহমেদ আরেকটি মামলা দায়ের করেন।

/এআরআর/এআর/এজে/