১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিটিসেলের কার্যক্রমে বাধা নেই

সিটিসেলসিটিসেল ১৭ সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে বলে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সময়ে বিটিআরসি সিটিসেলের কোনও কার্যক্রমে বাধা দিতে পারবে না।  সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক বেঞ্চ এই নির্দেশ দেন। একইসঙ্গে বিটিআরসির পক্ষ থেকে সিটিসেলকে দেওয়া শোকজ নোটিশের সময় পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২৩ আগস্ট থেকে সিটিসেলের সব কার্যক্রম বন্ধের ঘোষণা ছিল সরকারের পক্ষ থেকে। সিটিসেলের কাছে প্রায় ৫০০ কোটি টাকা পাওনা রয়েছে সরকার। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও টাকা পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেয় সরকার। এর বিপরীতে সিটিসেলের পক্ষ থেকে আপিল করা হলে রুল জারি করেন আদালত।

এদিকে, সিটিসেলের বিলুপ্তি সংক্রান্ত আবেদনের শুনানি ৪ সেপ্টেম্বর ঠিক করেছেন হাইকোর্ট। বিটিআরসির আইনজীবী জানিয়েছেন, তাদের পাওনা ৪৭৭ কোটি টাকা যেন প্রথমেই বিটিআরসি পায়, সে বিষয়টি আদালতকে জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ জুলাই চায়না ডেভেলপমেন্ট ব্যাংক তাদের পাওনা ৩২ মিলিয়ন ডলার আদায়ের জন্য প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড সিটিসেলের বিলুপ্তি চেয়ে হাইকোর্টে আবেদন করে।

/ইউআই/এমএনএইচ/