যাত্রাবাড়ীতে সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

সংঘর্ষরাজধানীর যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এই ঘটনায় নিহত হন ফল ব্যবসায়ী কিতাব আলী (৫০)।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশের ইন্সপেক্টর এসআই বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে শিপন বাংলা ট্রিবিউনকে জানান, ‘যাত্রাবাড়ীর মোড়ে ফুটপাতে আমার বাবা ও আমি দেড় বছর ধরে ফলের ব্যবসায় করি। আমাদের পাশেই কলা বিক্রি করেন আরও কয়েকজন ব্যবসায়ী। আজ বিকালে কলা ব্যবসায়ীদের একজন আমাদের দোকানের জায়গা দখল করা চেষ্টা করে চাপ দিতে থাকে। এতে আমাদের দোকানের যায়গা সংকুচিত হওয়ায় আমি প্রতিবাদ করি। প্রতিবাদ করায় আমাকে ধাক্কা দেয় জনৈক কলা ব্যবসায়ী। আমার বাবা এগিয়ে গেলে তারা বাবাকে মেরে আহত করে।’
পরে কিতাব আলীকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
কিতাব আলীর বাবার নাম মৃত জহির উদ্দিন চৌধুরী। তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকায়। বর্তমানে তারা যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার মদিনা মসজিদের পাশে থাকতো। নিহতের লাশ জ্বরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এনএস/