'বখাটে' করিমকে আটক করেছে র‌্যাব

দুই কলেজছাত্রীকে পেটানোর অভিযোগে র‌্যাবের হাতে আটক বখাটে করিম

 

রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া জমজ দুই বোনেকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িত বখাটে জীবন করিম ওরফে বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। রবিবার সন্ধ্যায় রাজধানীর পার্শ্ববর্তী বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ (সোমবার) বেলা সাড়ে ১১টায়  এক সংবাদ সম্মেলনে  র‌্যাব-৪ এর কার্যালয়ে করিমকে গ্রেফতারের বিস্তারিত তথ্য জানান র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার  মেজর আবু সাইদ।  তিনি জানান, দুই কলেজছাত্রীকে পেটানোর ঘটনায় করিমের সঙ্গে আর কারা জড়িত , তা জানার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ১৯ অক্টোবর বুধবার কলেজ ছুটির পর দুবোন সানিয়া হাবীব মীম (১৭) ও আসোয়াদ হাবীব জীম (১৭) বাড়ি ফিরছিল। এ সময় কলেজের কাছেই বখাটেরা তাদের ‘ফার্মের মুরগি’ বলে উত্ত্যক্ত করে। দুবোন এর প্রতিবাদ করায় বখাটেরা তাদের ধাক্কা দেয়। এরপর বাবু ও জীবন নামে দুই বখাটে বাঁশ দিয়ে তাদের পিটিয়ে পালিয়ে যায়। বখাটেদের হামলায় একবোনের পা ভেঙে গেছে।

ওই সময় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ওই বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে। ছাত্রীদের বাবা একটি অভিযোগ দিয়েছেন। তবে ছাত্রীদের কারও পা ভাঙার ঘটনা ঘটেনি।
এ ঘটনায় লুৎফর রহমান বাবু নামের একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।

 /এআরআর/এসটি/