আয়নাবাজি পাইরেসির অভিযোগে তরুণ আটক

-সম্প্রতি মুক্তি পাওয়া অমিতাভ রেজার আয়নবাজি সিনেমা পাইরেসি করার অভিযোগে এক তরুণকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম টিম। আটকৃতের নাম আতিকুল ইসলাম অভি। বুধবার রাতে বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পাইরেসির কাজে ব্যবহৃত কম্পিউটার হার্ডডিস্ক ও সার্ভার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (মিডিয়া) হাফিজুর রহমনা রিয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩০ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পায় অমিতাভ রেজার প্রথম সিনেমা আয়নাবাজি। মুক্তি পাওয়ার পর সিনেমাটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। সপ্তাহখানেক আগে এই সিনেমার পাইরেসি কপি বাজারে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে এই সিনেমার পাইরেসি হওয়া নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে আসছিল।
সিটি সূত্র জানায়, আয়নাবাজি সিনেমা পাইরেসি করার অভিযোগের ভিত্তিতে সিটির সাইবার ক্রাইম টিম বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। এছাড়া ডিএমপির অফিসিয়াল ফেসবুকে পাইরেসিকারীদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তীতে সিটির সাইবার ক্রাইম ইউনিটের একটি দল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে অভিকে আটক করে।

/এনএল/এআর/