ঢাকার গণশৌচাগারের তালিকা চেয়েছেন হাইকোর্ট





আইন-আদালতনাগরিকদের জন্য ঢাকার দুই সিটি করপোরেশনে কী পরিমাণ গণশৌচাগার আছে, তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
একইসঙ্গে নাগরিকদের জন্য পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক শৌচাগার নির্মাণ না করা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষকে এ তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
/ইউআই/এমএনএইচ/