রাজধানীতে প্রতারণার অভিযোগে ৭ নাইজেরীয়সহ আটক ৮





মোবাইলে এসএমএস’র মাধ্যমে মোটা অঙ্কের লটারি পাওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৭ নাইজেরীয়সহ এক বাংলাদেশিকে আটক করেছে র‌্যাব-৪। গত রবিবার ও সোমবার রাতে মিরপুর ও দক্ষিণখানের আসকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।15102089_1155476087871414_1953988695_o


এসময় তাদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি মডেম, ৩হাজার ৫০০ নাইজেরিয়ান মুদ্রা, ৩০১ ইউএস ডলার, ৫ বাহারাইন দিনার ও ১ লাখ ৪১ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাব-৪ এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন- উগোচুকু আলফ্রেড, আনুকু ডোনাটাস ইকউইলর, চিরি ইবেউইক, মাইকেল ওনিদিকা নেজি, ওবুম স্যামুয়েল চুকু ডুলো, হেনরি এসিয়াক, আনাইয়ো ওগাবদা ও মো. আরিফুল ইসলাম।
র‌্যাব জানায়, প্রতারক চক্রের মাধ্যমে ঝালকাঠির বৃষ্টি বেগমের মোবাইলে একটি এসএমএস আসে যাতে লেখা ছিল, (dear customer, congratulation. Your mobile number won 5,oo,ooo pound and 50 inchs LED TV from samsung lottery. to claim send your name, sex, mobile number and address).
এই এসএমস পেয় বৃষ্টি আত্মহারা হয়ে উপহারটি পরিবারসহ অন্যদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিষয়টি গোপন রাখে।
এই সুযোগে আটককৃতদের মধ্যে উইলিয়াম তাকে ফোন করে বলেন, আপনাকে যে পার্সেলটি পাঠানো হবে তা এয়ারপোর্ট থেকে কাস্টম শুল্ক পরিশোধের জন্য ৮০ হাজার টাকা দিতে হবে।

তার কথা অনুযায়ী গত ২১ নভেম্বর প্রথম দফায় আল আরাফা ইসলামী ব্যাংক বরিশাল শাখার মাধ্যমে প্রথমে ৮০ হাজার এবং পরবর্তীতে ২৩ নভেম্বর আরও ৮০ হাজার টাকা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে প্রতারকদের দেওয়া হয। কিন্তু ২৩ নভেম্বর বৃষ্টি বেগম পুরস্কারের পার্সেলটি সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন, তার নামে কোনও পার্সেল নেই। তখন উইলিয়ামের নাম্বারে বৃষ্টি বারবার ফোন দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ততক্ষণে বৃষ্টি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এরপর প্রতারকচক্র আবারও ৪ ডিসেম্বর অন্য আরেকটি নাম্বার থেকে বৃষ্টি বেগমকে ফোন করে। জানায় কাস্টম থেকে পার্সেলটি ছাড়িয়ে আনা হয়েছে। আগামীকাল (৫ ডিসেম্বর) মিরপুরের ছনি সিনেমা হলের সামনে আমাদের আরেকটি অফিস আছে। ওইখানে ৫০ হাজার টাকা দিয়ে পার্সেলটি নিয়ে যেতে পারবেন।

বৃষ্টি বেগম বিষয়টি র‌্যাবকে জানায়। র‌্যাবের পরামর্শ অনুযায়ী পার্সেল আনতে গেলে ওই অফিস থেকে দুজন বিদেশি নাগরিকসহ তিনজনকে আটক করা হয়। র্যা বের উপস্থিতি টের পেয়ে দুজন বাংলাদেশি পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে প্রাথমিক তথ্যমতে সোমবার মধ্যরাতে দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে আরও চারজন নাইজেরীয়কে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পল্লবীর কালশি থেকে আরও একজন নাইজেরীয়কে আটক করা হয়।
র‌্যাব-৪ এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির জানান, আটককৃত বিদেশিদের অধিকাংশেরই পাসপোর্টের মেয়াদ নেই। তারা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
/আরজে/এআর/টিএন/