উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তাদের মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে: টিআইবি

টিআইবিবাংলাদেশের উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চার অভাব রয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ বুধবার (৭ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বাংলাদেশের শুল্ক আইন ভঙ্গের খবর প্রকাশ পেয়েছে। এ ঘটনায় এটা স্পষ্ট হয়েছে যে তাদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চার অভাব প্রকট। এর মাধ্যমে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সাবেক কর্মকর্তারা জেনেভা কনভেনশনের স্বীকৃত রীতিনীতিও নির্লজ্জভাবে লঙ্ঘন করেছেন।’ এসব কর্মকর্তাদের শুল্ক আইন লঙ্ঘনের তথ্য উদঘাটনের জন্য তিনি জাতীয় রাজস্ব বোর্ডকে অভিনন্দন জানান।
বাংলাদেশের আইনের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে উন্নয়ন সংস্থাগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ড. ইফতেখার। প্রযোজ্য জরিমানাসহ কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে সার্বিক সহায়তা দেওয়ার আহ্বানও জানান তিনি।
ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর পদ্ধতি গ্রহণ ও শুল্ক আইন ভঙ্গ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে তথ্য স্বতঃপ্রণোদিতভাবে প্রকাশ করতে জন্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে অনুরোধ করেন ড. ইফতেখারুজ্জামান। অন্যদিকে তিনি শুল্কজনিত রাজস্ব ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নিতে বলেন জাতীয় রাজস্ব বোর্ডকে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে ২৫টি উন্নয়ন সহযোগী সংস্থায় নিয়োজিত কয়েকজন প্রাক্তন কর্মকর্তা শুল্কমুক্ত গাড়ী ব্যবহারে বাংলাদেশের আইন ভঙ্গ ও তার মাধ্যমে দেশের বড় অঙ্কের রাজস্ব ক্ষতির খবরে টিআইবি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আইনানুগ প্রক্রিয়ায় এসব শুল্ক আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে সব ধরনের সহায়তা দিতে উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানায় সংস্থাটি।

/জেইউ/টিআর/