রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

দুর্ঘটনারাজধানীতে পৃথক পৃথক দুর্ঘটনায় চার নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন ও নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত হয়েছেন দুই জন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে চানখাঁরপুলের বোরহান উদ্দিন কলেজের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুরুজের (২০) মৃত্যু ঘটে। মোটরসাইকেলের আরেক আরোহী সানিকে (১৮) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউকের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বিকাল ৫টার দিকে ১৪ তলা ভবনটির ১০ তলা থেকে জাহিদুল (২০) ও হাফিজুল (২০) নামে দুই নির্মাণ শ্রমিক পড়ে যান। এর মধ্যে হাফিজুলকে আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর ঢামেক হাসপাতালে নিয়ে এলে রাত ৯টায় মৃত্যু হয় তার। জাহিদুলকে আহত অবস্থায় উত্তরার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রাত ১টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতদের মধ্যে জাহিদুল, হাফিজুল ও সানির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।’
এআইবি/টিআর/এমএনএইচ/