শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আগত এক যাত্রীর পেট থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই যাত্রীকে আটকের পর দুপুরের দিকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
কাস্টমস হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, বিজি- ০৮৭ এ কুয়ালালামপুর হতে আগত যাত্রী জোবায়ের আক্তারকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে চ্যালেঞ্জ করা হলে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে হাসপাতালে নিয়ে এক্সরে করা হলে তার রেকট্রামে স্বর্ণের অস্তিত্ব প্রমাণিত হয়।
আহসানুল কবির জানান, আটক জোবায়ের আক্তারের বাড়ি নড়াইলে। তার কাছ থেকে মোট ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন দেড় কেজি, যার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। তাকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
/সিএ/এমও/