পূর্ব শত্রুতার জেরেই এমপি দস্তগীরের কার্যালয়ে ছাত্রলীগকর্মীকে গুলি

পূর্ব শত্রুতার জের ধরেই রাজধানীর পল্টনে সংসদ সদস্য গাজী দস্তগীরের অফিসে ছাত্রলীগকর্মী মোশাররফ হোসেনকে গুলি করা হয়েছিলো বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর কমান্ডার তুহিন মো. মাসুদ এ তথ্য জানান।

র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া আশিকর‌্যাবের এই কমান্ডার জানান, বুধবার ভোররাতে কুমিল্লা থেকে মাসুদ রানা আশিককে গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার, ক্ষমতার দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরেই ছাত্রলীগ কর্মী মোশাররফকে গুলি করেছিলো সে। এর জন্য আশিক তার পরিচিত এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে দুটি পিস্তল সংগ্রহ করেছিলো।

আশিককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও জানান, পল্টনে ওই ছাত্রলীগকর্মীকে গুলি করার তিন-চার দিন আগে নারায়ণগঞ্জের গুলতার কায়েৎপাড়া এলাকার ভূমিদস্যুবিরোধী এক মিটিংয়ে যাওয়ার সময় মোশাররফ হোসেন ও আশিকের কথাকাটি ও হাতাহাতি হয়। তারপর গত ১২ ফেব্রুয়ারি বসুন্ধরার ৩০০ ফুট এলাকায় আবারও তাদের মধ্যে হাতাহাতি হয়। মূলত এসবের জের ধরেই মোশাররফকে গুলি করে আশিক।

প্রসঙ্গত, গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালভার্ট রোডের ৩৭/২ ভবনের দ্বিতীয় তলায় সংসদ সদস্য দস্তগীরের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে মোশাররফ হোসেন ভুঁইয়া (২১) নামে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হন।পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: এমপি দস্তগীরের কার্যালয়ে ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ১

/আরজে/এমও/