রাজশাহী থেকে ঢাকায় এসে দুর্ঘটনায় মেয়েকে হারালেন মা

নিহত মেডিক্যাল শিক্ষার্থী সাদিয়া
রাজধানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি উল্টে এক মেডিক্যাল শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে তার মা। বংশাল থানাধীন নয়াবাজারে শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেডিক্যাল শিক্ষার্থীর নাম সাদিয়া হাসান (২২)। তিনি বেসরকারি ন্যাশনাল মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।

সাদিয়ার মা শাহীন সুলতানা জলি (৪৫) জানান, রাজশাহীর রাজপাড়া হরগ্রাম বাজারে নিজেদের গ্রামের বাড়ি থেকে মেয়েকে নিয়ে ঢাকায় এসে পৌঁছান আজ। ট্রেনে করে ভোরে কমলাপুরে নামেন। রেলস্ট্রেশন থেকে সিএনজিতে করে মেডিক্যাল কলেজে যাচ্ছিলেন। নয়াবাজার নর্থসাউথ রোডে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাদের সিএনজি উল্টে যায়। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাড়ির এসআই বাচ্চু মিয়া জনান, প্রাথমিক চিকিৎসার পর সাদিয়ার মাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাদিয়ার ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা ঢামেকে ছুটে আসেন ও কান্নাকাটিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

/এআইবি/এফএস/

আরও পড়ুন- 


নিষ্ক্রিয়দের ডাকছেন খালেদা জিয়া: বিএনপিতে নতুন হাওয়া