ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ওয়ারীরাজধানীর ওয়ারী থানার টিকাটুলিতে দোকানের সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আব্দুল হক (২৬)। তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের সহকর্মী আলামিন জানান, তারা শান্তিনগরের ব্রাইট নিউসাইনে কাজ করেন। টিকাটুলির র্যা ক্স ফ্যাশনের একটি ডিজিটাল সাইনবোর্ডের অর্ডার ছিল। সোমবার দুপুর আড়াইটার দিকে ওই প্রতিষ্ঠানে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল হক। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিকাল সাড়ে তিনটায় ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই শাহ আলম জানান, চার ভাই এক বোনের মধ্যে আব্দুল হক সবার বড়। গত দুইমাস আগে তিনি বিয়ে করেন। তার বাবার নাম দেলোয়ার হোসেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চন্দনপোড়া গ্রামে তাদের বাড়ি। আব্দুল হক নয়াপল্টনে বিএনপি অফিসের কাছে একটি মেসে থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এমও/