৭৪ জনকে কেন মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে না: হাইকোর্ট

আইন-আদালতবেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৭৪ জন পরীক্ষার্থীর মেধাক্রম প্রণয়ন ও মেধাক্রমের ভিত্তিতে কেন নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, এনটিআরসিএ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বজলুর রহমান খান।

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগবঞ্চিত গোপালগঞ্জের এক চাকরিপ্রার্থীসহ ৭৪ জন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানিকালে আদালত এই রুল জারি করেন।

/ইউআই/এমএনএইচ/