মিরপুরে অজ্ঞানপার্টির খপ্পরে শ্যালক-ভগ্নিপতি

মিরপুররাজধানীর মিরপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন শ্যালক ও ভগ্নিপতি। অজ্ঞানপার্টির সদস্যরা তাদের অচেতন করে ৮০ হাজার টাকা নিয়ে গেছে। সোমবার রাত ৮টার দিকে অচেতন অবস্থায় সরোয়ার জাহান (৪০) ও তার শ্যালক আকাইদকে (১৬) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্বজনরা জানান, সারোয়ার জাহান টঙ্গীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার। তার শ্যালক আকাইদ সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে ট্রেনে এয়ারপোর্ট রেলস্টেশনে নামেন। তাকে সেখানে স্বাগত জানিয়ে মিরপুর ১০ নম্বর সেনপাড়ার বাসার উদ্দেশে রওনা হন সারোয়ার জাহান। পথে বাসে উঠতেই তারা দুজন অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন।
পরে তাদেরকে অচেতন অবস্থায় মিরপুর ১ নম্বরে রাস্তার পাশে রেখে যাওয়া হয়। এসময় একজন পথচারী সারোয়ার জাহানের স্ত্রী স্বপ্না বেগমের মোবাইলে ফোন করে জানালে বিকাল সাড়ে ৪টায় তাদের উদ্ধার করে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্বজনরা মিলে রাত ৮টার দিকে সরোয়ার জাহান ও তার শ্যালক আকাইদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ছেলে স্বাদ জানান, তার বাবা সারোয়ার জাহানের কাছ থেকে ৮০ হাজার টাকা অজ্ঞানপার্টির সদস্যরা নিয়ে গেছে।

/এআইবি/এমও/