তাহমিদ হাসিব খানের তথ্য গোপন মামলার রায় ৬ এপ্রিল

 

তাহমিদ হাসিব খানতাহমিদ হাসিব খানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা নন-প্রসিকিউশন (নন-জিআর) মামলার রায় ৬ এপ্রিল ঘোষণা করা হবে। সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। আসামি পক্ষের আইনজীবী মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৩ আগস্ট হলি আর্টিজানে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে পুলিশকে অসহযোগিতা করার অভিযোগ আনা হয়।

গত বছরের ৪ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের একটি বাসা থেকে তাহমিদকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়। এরপর ২৮ সেপ্টেম্বর গুলশানে জঙ্গি হামলার ঘটনায় তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে কোনও সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির তাকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর সরকারি কর্মচারীর নোটিশের জবাব না দেওয়ায় একটি নন প্রসিকিউশন মামলা দায়ের করেন ওই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা চালায় নব্য জেএমবি। জঙ্গি হামলায় দেশি-বিদেশিসহ মোট ২২ জন নিহত হন। এর মধ্যে ১৭ জন বিদেশি, তিনজন বাংলাদেশি ও দুই জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ২ জুলাই যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। 

/এসআইটি/ এমএনএইচ/